এভাবে না বাঁচলে আমাদের চলে না যে বস্!
কী করব ট্রেন যদি সিগনালে থামে প্রতি ভোরে,
বাস পৌঁছে ফেঁসে যায় বাইপাসে স্ট্যান্ডের জ্যামে?
রিক্সা, অটো, এমনকি টাঙাগুলো জানে দৈনন্দিন,
লাইন দিয়ে দাঁড়িয়ে হর্ণ দেয় রাস্তার ওপারে।
বাচ্চাবুচ্চি, সুটকেস গিন্নির মদতে কোলেকাঁখে,
লাফিয়ে নামি পাথরে, ঢাল বেয়ে দেয়াল টপকে ...
কখনো পা হড়কে জবর্দস্ত চোট খায় কেউ,
কখনো চমকে বুঝি আপ ট্রেন কাছে এসে গেছে ...
ধুলোপথে বাড়ি যাই, পরে বেশ ফলাও শোনাই
বেমক্কা সমস্যা থেকে খুঁজে খুঁজে মজার চুটকি।
কাদের বোঝাবে কে, সতর্কতা, আইন-বেআইন?
হিমসিম খেয়ে এই বাঁচামরা সাধে কি সইছি?
নিংড়ে নিই দিন, যাতে আনন্দেরি স্বাদটুকু থাকে।
৯.১১.২২

No comments:
Post a Comment