Saturday, November 5, 2022

মন-ভূলে

আমি যে ওখানে আজ নেই, তাও কিন্তু সেই ছোট জনপদ

এখন ধুলোট বেলা বারোটার ভিড়ে বিপর্যস্ত রেলগেট,

ওপরে উড়ালপুল সব যানজটে আগামী ঘন্টাখানেক

তাড়াচ্ছে মাছি নিরুপায়, স্থির, আর ফাঁকফোকরে রাস্তা খুঁজে 

ব্যস্ত পেরোচ্ছে মানুষ, পায়ে হেঁটে, সাইকেলে, বাইকে শিশুরা

এসবেরি মধ্যে জুটে যাচ্ছে নাচা-কোদার বেতোয়াক্কা খেলায়! 


ধীরে ধীরে হলুদ হবে বিকেল, হাটে, দোকানে জ্বলবে আলো,

চায়ের ঠেকে আমারি খুব বন্ধু কেউ বেঞ্চটা ঝেড়ে বসবে!

পাশে এসে জুটবে আরেকজন, ধীরভাষে ভাবনা ঘনাবে

কিভাবে সুর ধরবে ফের সংস্কৃতিযাপন, আক্রান্ত জীবনে?


প্রতিটি বসত এক যুদ্ধের ভিন্ন রোজনামচায় স্বকীয়;

যেমন চেনা আড্ডা স্বপ্নের, লুটেরা, ঘাতকেরাও নামচিন।   

যেখানে গেছি, বন্ধুত্ব রয়ে গেছে, যেখানে যাইনি, সব এই

প্রদেশেরি জনপদ, আঁতুড়ের মত ডাকে রোদছায়ায় বৃষ্টিতে,

তার কতরকম ভাষায়, স্নেহচ্ছায়ে ঘনায় ব্যথার সন্ধ্যা, 

মন-ভূলে রাত পোহাই ব্যানার পর্চা কাঁখে কোথায় কোথায়! 


৫.১১.২২




No comments:

Post a Comment