Sunday, November 6, 2022

সীসে

এগিয়ে আসছে নভেম্বর সাত!
রয়েছি আমিও সাথী, সঙ্গে
গড়তে আজকের নতুন ধারাপাত
 
ছন্দের এই মিলটাও বড় ক্লিশে
তবু নিলাম। যত বড় হামলা,
নাহয় একটি অক্ষর আমি সীসে!
 
সেকালে প্রেসে কম্পোজিটার  
মহেশজী বলতেন গলা চড়িয়ে,
আধকিলো ‘ক’ আনাবেন স্যার!
 
এখন অক্ষরের গূঢ়ে সুশৃংখল
‘শূন্য’ আর ‘এক’ – যেন গাণিতিক
ব্যর্থতা আর ঋজুতার যোগফল
 
যন্ত্রনিঃসৃত এই ভাষা গড়ে
শাসনের মায়াচ্ছন্ন আঁধার
দুঃস্থতর জীবনের বিবরে।
 
সেই ভাষাটাই আবার পৃথিবীর
হাতিয়ার নতুন শতকের, দিচ্ছে
ঐক্য, কন্ঠস্বর, ছড়াচ্ছে আবীর।
 
মিও রয়েছি কামড়ে মাটি!
জাগিয়ে রাখছি হাসিল স্বপ্নের
স্মৃতি সোভিয়েত জ্বলন্ত ভাঁটি। 
 
পাটনা
২৭.৯.১৭/ ১.১১.২০



No comments:

Post a Comment