Sunday, November 6, 2022

নিঃশ্বাস

তোমাদেরি দখলে সরকার,
ঘেঁটে কাদা করে দিচ্ছো সব,
তা, ছুঁড়লে আমিও ছুঁড়বো
 
কাদা ঘাঁটতে আজও ভালো লাগে,
জোড়া আম, পুতুল, পাখি, পল্লব...
মা শিখিয়েছিল বানাতে!
 
অন্য কাদা, বাঁধুনি থাকতো
নদীতীর, পুকুরপাড় গড়া আর
উঠোনেরর্তে ঢোকা হাতের...
 
এ কাদা দেশের এ্যদ্দিনের
ফুসফুস কচলে ঘাঁটা রক্তমাংস !
হোক। দুটো নিঃশ্বাস খুঁজে হানবো। 

পাটনা
২৭.৯.১৭



No comments:

Post a Comment