Monday, November 29, 2021

প্রথম এজেন্ডা

পাথরটা একটু সরিয়েছি।
                   আরো অনেকখানি
সরাতে হবে; সবাই
                             বুঝছি তো
যে এটা পাথরের ভার?

ভেরিনিয়াকে আবার দাসী হতে হবে, নইলে
কি করে ফিরবে স্পার্টাকাস?

কবি বলেছিলেন
এই দাগ ধরা উজালা, রাতের ছোপ লাগা সকাল
যার প্রতীক্ষা ছিল, সে সকাল তো এ নয়।
তবু বাঁচছি।
 
জায়গাটা খুঁজে বার করতে হবে
                             ভূমিকম্পেও।
দুটো কথা বলার,
সিদ্ধান্ত নেওয়ার,
                             প্রয়োজনে
পিঠোপিঠি দাঁড়িয়ে।
 
পতাকাটা উড়তে দিতে হবে
আকাশ ছিনিয়ে নিলে ওরা
পাঁজরের আড়ালে।

প্রথম এজেন্ডাঃ
সংগঠন।
 


No comments:

Post a Comment