Thursday, November 4, 2021

তবুও

উৎসব ঝরে যাবে কাল
থেকে যাবে পোকার সম্ভার
গরীব প্রদেশে শীত
বাড়িয়ে তুলবে ঘরে ব্যথার ককানি

ভীড়ের একাকীত্ব বোঝা যায় সামনে
অস্তগামী সূর্যের আলোয়
কত থুথু ফেলেছে চওড়া রাস্তাটায়
সারাটা বিকেল ধরে মানুষেরা

আত্মহত্যা সম্পর্কিত প্রতিবেদনে এবারে
দিন-আনা রোজগেরের সংখ্যা বেড়েছে
তবুও এগিয়ে চলবে জীবন
কথাটা কবে থেকে যেন একমাত্র ভুগর্ভপথ

বিকল্প আমাদের সত্যিই এগোব অদম্য
বুঝে নিতে, যুঝে নিতে অন্ধকারগুলো
নাকি আনুষ্ঠানিক, যেন স্বাগতমন্ত্রী,
ধরে রাখব আয়োজনে, অভিবাদনে

বৈপ্লবিক কর্মসূচিগুলো আর যানজটে
আটকে থাকেনা, নব-উদার উন্নয়নের
উড়ালপুলগুলো একের পর এক
এগিয়ে দেয় গন্তব্য আমাদের

অকেজো এটিএমের ঘরে ভুলে ঢুকে
বোঁদাগন্ধ বাষ্পের মধ্যে কী খুঁজব
পাখি আর আকাশ, হিরণ্যদ্যুতি জল?
গালি ছুঁড়ব সিসিক্যামেরার দিকে তাকিয়ে? 

৪.১১.২১



No comments:

Post a Comment