Tuesday, November 23, 2021

ঝড়ের কার্তুজ

ভেবেছ বৈভব দিয়ে, রাখবে ঢেকে মনের দীনতা
বিত্ত, অর্থ বিলাসে লোকাবে পরজীবি হৃদয়হীনতা?

সময় নিষ্ঠুর আজ সিপাহসালার এক, হাতে যার
নির্মম চাবুক মিলের পাঁশুটে ধোঁয়া কালোছায়া তার

শীর্ণ কামিজের ভাঁজে ঘাম রক্ত, দীর্ঘ নিপীড়নে
মানুষ তবুও বেঁচে মনে রেখো বেঁচে এই দারুণ শোষণে !!

ভেবেছ কি সঙ্গ দিয়ে, সরকারী এ শ্বেত সন্ত্রাসে,
হনন, ধর্ষণ, লুঠে ভরবে দেশ মানুষের লাশে?
 
মানুষ এখনও বেঁচে লুঠ, মার, দুর্ভিক্ষ, মড়কে
রাষ্ট্রের আখের কলে রক্ত দিয়ে গলিতে সড়কে !!
 
বীভৎস বস্তিতে থেকে জেনেছে সে সংগ্রামের গাথা,
করেনি আপোষ কোনও মূল্যবোধে, করেনি শঠতা ।
 
ভেবেছ শিরোপা পাবে শাসকবর্গের এঁটো চেটে,
নিরাপদে থাকবে সুখে পুলিশের কাঁধে কাঁধ সেঁটে ?
 
সময় পাল্টেছে বলে, ভেবো না ওদের আজ বিধ্বস্ত বুরুজ,
কারণ বুকেতে আছে, ক্রোধে ভরা অনিবার্য ঝড়ের কার্তুজ;
 
ভোলে নি স্মৃতির রোষে বারুদের জ্বালাময়ী চাঁদমারি-টারে
হয়ত এখনই নয়, ইতিহাস এ কথার সাক্ষী দিতে পারে ।

বাংলা সম্বৎ ১৪.২.১৪০২



No comments:

Post a Comment