Thursday, November 18, 2021

রোদভরা শীতের একটি দিন

আজ দিনটা এত সুন্দর! ভালোবাসব দুজনে
ভালোবাসব দিনটা সারাদিন দোঁহার ভিতরে।
দুজনেই কাজে ফাঁকি দিয়ে আজ ঝুটো অজুহাতে
ঘুরে যাই গরম পিঙ্গলবর্ণ ঘাসের প্রাচুর্য্যে,
আজ গাছেরা এত দীঘল! এত সূর্য দশটায়!
হেন্ডেলের অর্গানের রীড যেন একেকটি গলি!
ভালোবাসব দিনটাকেই আজ দোঁহার ভিতরে।
যেদিন বেরোলাম একসাথে প্রথম, ভাদ্র-রোদে,
বললে, কেন তুমি আমার ছোটবেলায় এলে না;
তোমারই সাইকেলে একসাথে স্কুল পালাতাম!
আমাদের মিলনে তাই লেগে রইল ছোটবেলা
অসমাপ্ত কাটাকুটি, নিষ্পাপ অভিমানী মুখোশ।
এতখানি সময় পেরুতে সামান্য এক জীবনে
সব আসায় রইল একটা বিচ্ছিরি তাড়াহুড়ো
পড়ে ভেঙে যাওয়া কিছু উপহার, বাঁচার তাগিদ।
মধুচাঁদে সমুদ্রের শহরে রাতে ঢিল খেলাম
রেললাইনের ছেলেদের, সন্ধিগ্ধ হোটেলে।
গাংচিলের ডাকে চৈতন্য ডুবিয়ে সারাটা দুপুর
রোজকার আত্ম-দ্বৈরথে দোঁহে ফিরেছি যথাযথ।
আমরা কি বলব না জীবনের ন্যায়,
উর্বর পৃথিবী ও গভীর উজ্জ্বল আকাশ?
আমরা কি প্রেমিক হয়ে গাইব না
জীবনের ন্যায়, আদিগন্ত প্রেয়সীর মুখ?
ভালোবাসব দিনটাকেই আজ তাই, আধবুকে
নদীদের জল, আধবুকে নতুন নৌকোর জোড়ে
শুকোতে থাকা কাঁচা আলকাতরার মত ছড়িয়ে।
বসন্ত আসছে। মাটি ধুলো হচ্ছে পছিয়ার টানে।
বৈঠার উল্লাস পেতে টানটান গঙ্গার উন্মত্ত নীল।

২২.১১.৮৮/১৮.১১.২০২১




 

No comments:

Post a Comment