২০.৮.১৯১৯ – ১৪.৯.১৯৪৭
গ্রামঃ
মালকোটি, রুদ্রপ্রয়াগ, উত্তরাখন্ড
মৃত্যু
বসেছে গ্যাঁট হয়ে পিঠে, ছড়িয়ে চুলের জাল।
চলছে নিতেজ
টাট্টু, চন্দ্র কুঁঅর বর্তোয়াল।
ফুটে ওঠা
এত ফুল
যখন চেয়েছি
ফুল
তখন কাঁটাও
পাইনি
যখন চেয়েছি
চাঁদ
একটি জোনাকি
পাইনি
আশা ও নিরাশা আজ
হারিয়ে
ঘুরছি বিশ্বে
ফুটে ওঠা
এত ফুল
কেন পায়ে
পায়ে ঠেকছে!
নিরালার
প্রতিঃ মৃত্যুঞ্জয়
অমর কবি!
অত্যাচার
জীবনের
কর সহ্য।
সও কন্টক
ভুবনের
আকাশের
ক্রূর বজ্র।
তোমার
ওপর কুপিত দেবতা কারণ গেয়ে গেয়ে
অমর করছ
মর্ত্যলোকের দুঃখ ও সুখ তুমি।
তোমার
ওপর দাসেরা কুপিত কারণ গেয়েছ মুক্তিরাগ
কখন নিজের
মাথা নোয়াওনি তুমি।
No comments:
Post a Comment