Tuesday, November 23, 2021

স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে

তাঁহাদের দৃষ্টি ছিল কালজয়ী হাজার
শলাকাবিদ্ধ অন্ধকার সেলুলার সেল্‌-এ;
শিকল-বেড়ির শব্দ, বীভৎস যাতনা
এইসবে বিচলিত হতনাকো তাঁদের চেতনা;
স্বাধীন দেশের এক কল্পচিত্র ভাসত রেটিনাতে !
 
তাঁহাদের অপার বোধ কালজয়ী আঘাতে
পীড়নে নিত্য স্থূল অপমানে অনুভূতিহীন !
সংগ্রামের সুর এক সূক্ষ্ম সংবেদনে, বলে যেত
প্রতিদিন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে
চায়, বলো কে বাঁচিতে চায়?
তাঁহাদের স্মৃতি আজ ধূসর আঁধারে
জল্লাদের হাতে ফেঁসে নাম হয়ে ঝুলে আছে
দীর্ঘ তালিকায় সেলুলার জেলে আর আমাদের
স্মৃতিহীনতায় বাংলার খাঁড়িতে এই
কালাপানি আন্দামান আর্কিপেলাগোতে !!

অর্দ্ধশতবর্ষ পূর্তি স্বাধীনতা দিবসেতে আজ
অতীতের ঐ দৃশ্য আড়চোখে দেখে নিয়ে,
অন্ধকার, ধীরে তার এলোমেলো চুলে
পোর্টব্লেয়ারের আলো জড়িয়ে নিয়ে মুক্তোর মতন
তাকালো সামনের ঐ পাঁচতারা হোটেলের ব্লেজে,
স্বাধীন দেশের সব গণ্যমান্য অনন্যর ভীড়ে
মদ, মাংস, মার্মালেড, মার্কিন জ্যাজের তালে
আন্দোলিত তন্বী সব মহিলার দিকে ।।

১৫.৮.১৯৯৭



No comments:

Post a Comment