Thursday, November 4, 2021

টানাপোড়েন

এই যে আমার বাংলায় পড়ে বিহারি মাটির টান
হিন্দির ঠাটে আছড়ায় ভরা বাংলার অভিমা্‌ন
ভোরের শিশিরে ওঠে-নামে বুক পৃথিবীর
মাটি-জলে-মেশা মানুষেরা ফিরে শ্বাস পায়
শিরিষে সুর্য লা্‌ল, যেন বড় সড়কে
সারা দিনটার খারাপ খবর মোচড়ায়
উদ্বেগে যত কাছে যাই শুনি কাঁচা জখমের গান
 
এই যে আমার পোড়ো জঙ্গল কিসের পরে যে কী!
এক কদমেই হই বিহবল পিছু ডাকে জোনাকি
বিকেল হতেই অস্থির হয়ে ওল্টাই
সময়ের পাতাঃ কোনদিকে যাব প্রথমে?
সংহার নাকি অঙ্কুর, তাও কোনটা ?
সবগুলো তাড়া একসাথে ডাকে, প্রথমে!
এই যে আমার দুনিয়ার ধুলো, কবিতার খোরাকি
প্রতি পদে ঘোর সংশয়, তবু আমারই পরিচয়। 

১২.১২.১৯৮৯



No comments:

Post a Comment