Thursday, November 4, 2021

ভাঙনশিল্প

তাক লাগে দেখে, দশমহলা কাঠামো
কোনো ক্ষতচিহ্নে চৌহদ্দি না ছাড়িয়ে
যেন ভিতরের টানে গুঁড়িয়ে অদৃশ্য
একি আজকের? প্রাচীন অধ্যবসায়!
 
ভাঙো যাতে কাজে লাগে, শুধু স্থান নয়
সবকিছু, ইঁট, ছড়, জানলা-দরজা  
অথবা কবিতায় যেমন মাইকেল
জড় নির্মিতির আধার আধেয় গুঁড়িয়ে
 
খুঁজে খুঁজে সংগ্রহ করেন জীবকোষ,
জীবাশ্মে বিধৃত শব্দরূপ, ধাতুরূপ,
প্রাণ দেন ভূমধ্যসাগরী সুরে ছন্দে    
কী বিচিত্র কালরূপ এঁকে ক্রিয়ায়!
 
কী অদ্ভুত বদলে দেন দর্পগীতি!
যেমন ভাঙা ফিল্ডগান থেকে লোহার
চাদর উপড়ে সৈনিক, পাতে আগুনে,
রুটি সেঁকে, ঘাঁটি আগলায় রাতে একা।
 
যেন ক্ষেত-ঘর পুড়িয়েও, পিছুহটা
গণসেনা নিয়ে যায় সব সরঞ্জাম
যাতে শত্রু না পায়; বা রবিঠাকুর
বাঁধেন গান সাবেকচালে এমন, সে

সুগীতিই গায় যুগ; উৎস-বিস্মৃত।   
ভাঙা তো চিরকালই একটি শিল্প।
ভাঙন ধরানোর আছে সুষ্ঠু বিজ্ঞান।
না জানলে শত্রুর কাছে শেখ রোজ।

৪.১১.২১



No comments:

Post a Comment