সকালের
কবিতাটা লেখা আছে বাকি –
যতদিন
জানালার আলো থাকে চোখে,
অশ্রুত
শুনবার ছিট থাকে রোখে,
কিছু না
পেলেও রেখা টানি, পথ আঁকি।
রেখায়
মিলিয়ে রেখা গড়ে ওঠে মোড় –
সেই মোড়ে
বসে দোস্ত ভাবছে আমায়।
কেনই বা,
কথা সেও আঁকছে খাতায়,
তার সে
রেখায় মেঘ নামছে অঝোর।
কেমন সে
দোস্ত? একা মনের ব্যথায়
আঁধার
করছে এই দুরত্ব-টান,
আমার ও
তার মাঝে, চাইছে বিহান
মিলনের
নুন হোক সাগরবেলায়।
আমি জানি
সেও জানে কখনো হবে না।
আমার রেখার
মোড় রেখায় এগোবে,
মেঘের
আঁধারটাকে সাগরে মেলাবে,
দুজনেই
দেখব সে মিলনের ফেনা।
সত্য সে
আকুল, মগ্ন সহবাস। –
আমি হব,
সেও হবে খানিকটা গ্রহ;
যে দুজন
স্থান নেবে তাদের অসহ
তৃষায়
এগোক এই রেখার বিভাস।
১৪/১৮.১১.২১
No comments:
Post a Comment