Wednesday, December 1, 2021

আইন ফেরত

চোরাই আনলি আইন, আর
চোরাই ফিরিয়ে নিলি?
একটি বছর যত পারিস
ঘ্যানঘেনিয়ে গেলি
ওই দেখ খালিস্তানি!
ওই দেখ উগ্রপন্থী!
ওই দেখ দেশদ্রোহী!
ওগরানোটাই খেলি!

সব তাসে তোরই তুরুপ?
আইন খোয়ালে মান,
ফেরত নিতেও তুই,
থাকবিই ভগবান?
এই ধোঁকাটাই জিইয়ে রাখতে
মরিয়া ধনকুমির?
গুন্ডামি দেশভক্তির?
হিন্দুত্বের জিগির?

আন্দোলন এখনো চলছে।
সদ্য হল শহীদদের অস্থিবিসর্জন
বুকের ক্ষোভ এখনো জ্বলছে।

ও সরকার! লাখটাকার
চশমা ধুয়ে দেখ!
শঙ্খ কটা বাজছে আর
কটা বাজছে প্যাঁক!
ভোটে জেতার অঙ্ক অনেক,
মাখ খুশিতে ঘেঁটে,
ভগবানগিরি ঘুচেছে তোর,
কালোয়াত বোম্বেটে!  

২৯.১১.২০২১



 

No comments:

Post a Comment