চোরাই আনলি আইন, আর
চোরাই ফিরিয়ে নিলি?
একটি বছর যত পারিস
ঘ্যানঘেনিয়ে গেলি –
‘ওই দেখ খালিস্তানি!’
‘ওই দেখ উগ্রপন্থী!’
‘ওই দেখ দেশদ্রোহী!’ …
ওগরানোটাই খেলি!
সব তাসে তোরই তুরুপ?
আইন খোয়ালে মান,
ফেরত নিতেও তুই,
থাকবিই ভগবান? –
এই ধোঁকাটাই জিইয়ে রাখতে
মরিয়া ধনকুমির?
গুন্ডামি দেশভক্তির?
হিন্দুত্বের জিগির?
আন্দোলন এখনো চলছে।
সদ্য হল শহীদদের অস্থিবিসর্জন –
বুকের ক্ষোভ এখনো জ্বলছে।
ও সরকার! লাখটাকার
চশমা ধুয়ে দেখ!
শঙ্খ কটা বাজছে আর
কটা বাজছে প্যাঁক!
ভোটে জেতার অঙ্ক অনেক,
মাখ খুশিতে ঘেঁটে,
ভগবানগিরি ঘুচেছে তোর,
কালোয়াত বোম্বেটে!
২৯.১১.২০২১
No comments:
Post a Comment