Wednesday, December 8, 2021

রোকেয়া মা

আপনাকে কি মা বলব?
না বললেও চলে।
বাংলা আজ ভাগেই সুখী
শিষ্টপ্রীতির ঢলে।
 
রোকেয়া না রুকৈয়া?
বেগম, আবার হোসেন,
সখাওয়তও। তবু একাই
যোজন পেরুলেন!
 
ছেলে গেল। গড়া চলল
ছেলের পাল্লা মেয়ে,
একটা নয়; পাখির জাত
যুগের আকাশ ছেয়ে।

অবরোধে বাসিনীদের
দিলেন সুলতানার
স্বপ্ন; পর্দা পোড়াক বহ্নি
রূপ নয়, শিক্ষার।

বিদ্যাসাগর ভেবেছিলেন,
এমন মানসকন্যা?
দাপট নিয়ে সারাল তাঁর
কষ্ট  স্নেহবন্যায়!

 ৮.১২.২১



No comments:

Post a Comment