Wednesday, December 8, 2021

ভুল করে

বড়লোকেরা শাসকের গুলি খেয়ে মরে না সচরাচর,
ভুল করে তো একেবারেই নয়;
গরীবেরা মরে,
গরীব দেখলেই শাসকের ভুল হয়।
 
শাসক বলতেই সশস্ত্র বাহিনী,
বড়লোকের জন্য নয়,
তাদের জন্য কোটেপ্যান্টে আধিকারিক
মানে স্বপ্নে উদীয়মান বড়লোক;
গরীবের জন্য শাসক বলতে
সেই সশস্ত্র বাহিনী কিম্বা ঠ্যাঙাড়ে
সরকারি বা খুচরো ঠিকেদারি
মোটামুটি গরীবেরই পচা নোখ!
 
কেন্দ্রাঞ্চলে গুলি খুব কম চলে,
রাজধানীতে তো কালেভদ্রে
রক্তমুখী নীলার মত দুর্লভ, শহরের
মহাফেজখানায়!
সীমাঞ্চলে প্রায়শই চলে,
সীমার সুরক্ষা বলে কথা
স্কুলের বালিকাও ভুল করে মরে যায়!

আর তারপর শ্রমিক
নাগাল্যান্ডে হোক বা কাশ্মীরে!
এটাই কি অনেক নয়!
শাসকের টিভি-মুখ হঠাৎ দুঃখ-তিমিরে!

সীমাঞ্চল এমনিতেও
বলতে কেল্লার কেওয়াড়!  
জবর ধরে আনা বহুবিধ হাঁসমুরগির
গোঙানি, রক্ত-পালক-হাড়,
থেকেই যায় শত পরিষ্কারেও।
স্বাধীনতার পঁচাত্তর বছরেও।

৮.১২.২০২১


Other version

ভুল করে

বড়লোকে শাসকের
গুলি খেয়ে মরে না আকচার,
ভুল করে একেবারেই নয়;
গরীবেরা মরে,
গরীব দেখলে শাসনে ভুল হয়।
 
শাসক বলতে সশস্ত্র দলবল,
ধনীর জন্য নয়,
তাদের জন্য ধোপদুরস্ত
আধিকারিক স্বপ্নে ব্যস্ত
উদীয়মান ধনী;
গরীবের শাসক বলতে
সেই সশস্ত্র উর্দি সরকারি,
বা ফড়ের ধাড়ি  
মোটামুটি গরীবঘরেই ফণী!

কেন্দ্রাঞ্চলে গুলি চলে কম
রাজধানীতে চলাও বড় দায়
সীমাঞ্চলে প্রায়ই চলে, সুরক্ষা লে
স্কুলবালিকাও ভুলে মরে যায়!

আর তারপর শ্রমিক
নাগাল্যান্ড হোক বা কাশ্মীরে!
এটাই অনেক নয়?
শাসকের টিভিমুখ দুঃখতিমিরে?

সীমাঞ্চল এমনিতেও কেল্লার কেওয়াড়! 
জবর ধরে আনা বহু হাঁসমুরগির
গোঙানি, রক্ত-পালক-হাড়,
থেকেই যায় শত পরিষ্কারেও।
স্বাধীনতার বয়স পঁচাত্তরেও।

৮.১২.২০২১

 



No comments:

Post a Comment