Monday, January 25, 2021

দিল্লীর প্রবেশপথগুলোয়

কৃষকেরা তলাচ্ছিল মৃত্যুর পল্বলে
গত বছর চেনাল পথ রক্ত-পায়ে চলে
আজ তাদের বাড়ছে ভীড় বাঁচার অমলে

চারাচ্ছে শাসক, দেশে হিংসাধর্ম-স্রাব
মারছে মানুষ মাথায় দিয়ে পাষন্ডতার আব
বছরে হত্যার তারা লুকোচ্ছে হিসাব
 
কৃষকই আটকাল তাদের, শ্রমিক আছে সঙ্গে
তন্ত্রপ্রধানেরা ভয়ে ভুল করছেন রঙ্গে
মাঝমাঠে ভারত-মাই হাসছেন ভ্রুভঙ্গে   

কোথায় ছিলে আনন্দ?
আগেও তো পুহিয়েছি রোদ এত শীতে
বন্ধু-ভীড়ে গা-ঘেঁসেছি, কলহে-পীরিতে
পাইনি এমন ছন্দ!

ব্যাঙ্গালোর
৩.১.২১



 

No comments:

Post a Comment