Friday, January 29, 2021

তোমরাও দেখি আমাদেরই মত হলে - ফাহমিদা রিয়াজ (পাকিস্তান)

তোমরাও দেখি আমাদেরই মত হলে
এ্যাদ্দিন ভাই কোথায় লুকিয়ে ছিলে,
ঠিক সেই এক বোকামি আহাম্মকি,
খোয়ালাম যাতে শতাব্দী আমরাও,
আরে বাহ, করি অভিনন্দন! অভিনন্দন নাও!

নাচছে ধর্ম-প্রেত, করবে হিন্দুরাজ স্থাপন?
রবে উল্টো কাজ, ভাঙবে বাগানখানি আপন।

তোমরাও বসে ভাববে হয়েছে আয়োজন সব তেমনই
হিন্দু কে আর কে নয় তার ফতোয়া করবে জারি
ওখানেও হবে কঠিন বাঁচা, ছুটবে ঘাম মাথার
যেমনতেমন কাটবে দিন, আটকাবে দম সবার
সিঁথিতে সিঁদুর দিয়েছ, শিখতে, পড়শিকে দেখনি।

কী দুর্দশা করেছি নিজের, দেখনি তোমরা কিছুই?
কাল ভাবতাম দুঃখে আজ ভাবতেই হাসি পেল,
একদম যেন আমরা, আসলে ছিলামই না দুই জাতি।

অভ্যেস কর, পারবে, চালাও উল্টো পায়ে হাঁটান,
অন্যদিকে মনটা না যায়, পিছনে রাখ নজর,
নিকুচি করেছে শিক্ষার, কর আকাটের গুণগান।

সামনে গর্ত, দেখ না; আন অতীত যুগ ফেরৎ,
জপ করে চল, বার বার বল,
কেমন শ্রেষ্ঠ বীর ছিল, মহিমান্বিত ছিল ভারত,
তাহলেই পৌঁছোবে, একবারে পরলোকে
আমরা তো সেথা আছিই আগের থেকে,

তোমরাও আন এগিয়ে সে দিনক্ষণ,
যাবে যে নরকে সেখান থেকে চিঠি-খৎ দিওখন।


 

No comments:

Post a Comment