Monday, January 25, 2021

অবাক কান্ড

শাসকেরা লুকোচ্ছিল ইতিহাসের রোদ।
সরকারি লোক লাগিয়ে বশ্যতার কালো
পর্দাগুলো টাঙাচ্ছিল সত্যের জানলায়।
যাতে দেশের ছেলেমেয়ে জানতেও না পায়
ভুগোল নয়, ধর্ম নয়, রাজার ধ্বজাও নয়,
দেশ গড়ে অন্যায়ের দীর্ঘ প্রতিরোধ।

এমন হল, বর্তমানই ভাঙছে ঝুঠের মৌজ।
ইতিহাসের পর্দা দিচ্ছে খুলে।
ছেলেমেয়ে দেখছে চোখ মেলে
অবাক কান্ড! বন্ধ রাজধানী?
তাহলে আয়, এখানেই ব্রেক টানি
ঢোকার মুখেই তাঁবু তুলুক লাঙলবাহীর ফৌজ!

হাড়কাঁপানো সকালে এই ফৌজ ঘিরে বাড়ছে দেশের আশ!
হাতের গরম, কথার মরম, রুটির নরম সাঝা করছে বসে, 
ভালো থাকতে চাওয়া পৃথ্বীর যুদ্ধনিঃশ্বাস।

ব্যাঙ্গালোর
২১.১২.২০



No comments:

Post a Comment