Monday, January 25, 2021

ঈশ্বর

জ যে কিছুই করিনি! ভাত পাব, ঈশ্বর?
ভালো হত, আমার এমন কথায়
কান না দিয়ে বেরোতে ঘর থেকে
কুড়ুল কাঁধে, গুঁজতে বনে ঝর্ণামুখে পাথর।

আমার সব কাজের ছকে সারাটা দিন ঘুরে
বাড়িয়ে তুলতে বাধা; আমার রাগে
হাসতেওনা, নিরেট, যেন জন্তু আমি,  
ঘ্যানঘ্যানানি না থামালে ঢিল মারতে ছুঁড়ে।

মুশকিল যে তোমায় গড়েছিলাম মনের মত।
যাতে পাথর সরাতে রাতগুলো
না মনে হয় নেকড়ের ঘেরাবন্দি
ঝর্ণামুখে ঝিমোলে, ইঁদুর না চাটে ক্ষত।  

গুরু ছিলে, বন্ধু ছিলে, হলে রাজার ছায়া!
রাজার আদত শত্রু আমি; যা পারি,
পাথর খুঁড়ি। কুড়ুল কাঁধে বেরোই।
তবু স্মৃতি বিবর্ণ এক বন্ধুত্বের মায়া।

ব্যাঙ্গালোর
২১.১২,২০



No comments:

Post a Comment