অন্যায়ে চোখেচোখ,
আপোষ না মানা রোখ!
শীত, জল, হিমপিঠ,
হাতেহাতে ঘনগিঁঠ।
শত্রুও ভিনদেশ না,
নির্বাচিত সরকার।
বলছে মরলে কী?
আমরা কি দায়ভাগী?
শিবির-শহর পথে
পথভাঙা নয়া গতে
সংস্কৃতি রচি যথা,
ইতিহাসে সভ্যতা!
উড়ালপথের থাম,
গ্রন্থালয়ের ঠাম!
তাঁবুর ভিতরে বান –
তাতেই দাঁড়িয়ে গান!
বেলা বাড়ে সভামাঠে,
স্লোগান, ঐক্য-ঠাটে!
ঢোকে দল নানাভাষী,
সারা দেশপথে চাষী।
দুপুরে লাইনে রোজ
পথেই ভারতভোজ!
তাঁবু গেছে কত দূর?
বদলটা যত দূর!
ব্যাঙ্গালোর
৬.১.২১
No comments:
Post a Comment