মানুষ কি ভয় পায় না?
সাবধানেই এগোয়।
হাতের ভর না দিলেও,
ভরের কাঁধটা ছোঁয়।
পথটা যে কঠিন!
পিচ্ছিলে পা রাখা।
দিনের আকাশটাও
শেষের ছায়া মাখা।
ভরের কাঁধটা কার?
সে তো আরো দুবল!
তবুও সেই তো বায় –
স্বপন নদীর জল!
তা’বলে কি
বসব,
ফেরত গিয়ে ঘরে?
তবে আকাশ কিইবা?
ভোরের মর্মরে?
বাঁচার ভিড়ে হাঁটা
তাই তো ভালোবাসা!
তাই তো আমিতুমি
অনেক মনের আশা!
কোথায়, এসো দর্প!
হও শিরস্ত্রাণ।
রঙে, চিহ্নে,
জীর্ণ যুগল কাঁধ
গাইছে ন্যায়ের গান!
ব্যাঙ্গালোর
৭.১.২০
No comments:
Post a Comment