দুহাজার একুশ, ছাব্বিশে জানুয়ারি।
সশস্ত্র সেলাম নেবে ধাপ্পাবাজ-ধাড়ি,
তন্ত্রে হুমহাম করবে লালকেলায়।
গণ থাকবে দূরে এক দিব্য বেলায়
একটু পরে ধরবে নতুন কুচকাওয়াজ।
পতাকা আর কন্ঠধ্বনিই হবে যুদ্ধসাজ।
সেলামি হাত তুলে যারা এক-দু-এক
চলার শ্রেষ্ঠ ছন্দে চলবে, তাদের
বিবেক
থাকবে দূরে, যেথা তাদের বাপ, মা,
বোনেরা আঁকছে দেশের রক্ত-দ্রাঘিমা
দু’মাস ধরে মিথ্যার
বিরুদ্ধে লড়ছে।
শস্য-চোরের কালোহাত চেপে ধরছে।
আদালত তড়পাচ্ছে কে চাষী, কে নয়!
চাষী, ধনখাঁচা-বাসী চেনাচ্ছে সময়।
ভাবো ধর্মধান্ধায় ঘোলা থাকবে মুক্তি,
চিরকাল? ভারত হারাবে তার শক্তি?
চার্বাক, বুদ্ধ, কবীর এই মাটির আকাশ!
রোদ্দুরে পাকছে গণ-ঐক্যের কাপাস।
ব্যাঙ্গালোর
১৮.১.২১
No comments:
Post a Comment