Monday, January 25, 2021

মাঝরোদ্দুর

ভাষার কথা যদি বলো,
মা আমার বাংলা তবে,
হিন্দিধাই মা।
মাঝরোদ্দুর আমার খেলা,
একটেরে ছায়ায় গিয়ে
ছন্দ পাই না ।
 
মুখে লেথোই ধড়িবাজির
তিলকধারী সরকারি
ভাষার দাদাগিরি।
কিন্তু মাথায় থাকে পাড়ার
গলিতে ধাইমায়েরও হাত,
পথ দাপিয়ে ফিরি।
 
মাঝরোদের কুঁয়োতলা
বাল্টিটা ওই ডুবো ডুবো
পাঠাচ্ছে ঢুপ-ঢুপ?
মাতৃভাষায় খুঁজি বরং
কার বুকে বাজছে আর
কার বুকটা চুপ!
 
জলই আমার দুই মা,
যখন যেমন শব্দ, লিপির
জুড়ি করতল
প্রতিধ্বনি শুনি আমার
ডাকের – খাই কুঁয়োর মিঠে,
কেঁপে ওঠা জল।

ব্যাঙ্গালোর
২৫.১২.২০


 

No comments:

Post a Comment