Monday, January 25, 2021

বেঙ্গালুরু – ৪ জানুয়ারি ২০২১

সকাল থেকে কয়েক ঝাঁক পায়রার
বিষন্ন ওড়াউড়ি শূণ্য স্কুলবাড়িটার ছাতে, কার্নিশে,
বারান্দায় ... শিশুরা আসছে না এক বছর হতে চলল।

সামনে মারিয়াম্মা মন্দিরেরই খোলা মাঠে
অনুষ্ঠান হত ওদের জয়ন্তী উদযাপন বা বার্ষিক
পুরস্কার বিতরণ, নাচ, গান, খেলা দেবীও কি বিষন্ন?

বিষন্ন সবাই, দক্ষিণের এই শহরের দেয়ালে অঙ্কিত
জননায়কেরা (বুদ্ধ ও আম্বেদকরকে দেখতে পারছি),
প্রাতঃস্মরণীয়েরা (এক কুভেম্পুকে চিনছি),

স্কুল বন্দ থাকা চাট্টিখানি কথা?
এ দেশটার নতুন হয়ে ওঠার সমস্ত রকম
মানে সমস্ত রকম ভোরের রাস্তায়

দৌড়োনো খেলোয়াড় থেকে রাত জেগে বেলা অব্দি ঘুমোনো
কবি অব্দি হয়ে ওঠার গানের দেড়শোরও বেশি বছরে
প্রধান আবহ-সুর, স্কুলে যাওয়া বাচ্চাদের কিচিরমিচির

অথবা না যেতে পারা বাচ্চাদের জন্য ক্ষোভ, বিতর্ক ...
আর সেই স্কুল বন্দ কত মাস!
আমরা অনলাইন ক্লাসে খুঁজছি আশার নতুন গড়ন

ব্যাঙ্গালোর
৪.১.২১



No comments:

Post a Comment