সকাল থেকে কয়েক ঝাঁক পায়রার
বিষন্ন ওড়াউড়ি শূণ্য স্কুলবাড়িটার ছাতে,
কার্নিশে,
বারান্দায় ... শিশুরা আসছে না এক বছর
হতে চলল।
সামনে মারিয়াম্মা মন্দিরেরই খোলা
মাঠে
অনুষ্ঠান হত ওদের – জয়ন্তী
উদযাপন বা বার্ষিক
পুরস্কার বিতরণ, নাচ, গান, খেলা – দেবীও কি
বিষন্ন?
বিষন্ন সবাই, দক্ষিণের এই শহরের
দেয়ালে অঙ্কিত
জননায়কেরা (বুদ্ধ ও আম্বেদকরকে দেখতে
পারছি),
প্রাতঃস্মরণীয়েরা (এক কুভেম্পুকে চিনছি),
স্কুল বন্দ থাকা চাট্টিখানি কথা?
এ দেশটার নতুন হয়ে ওঠার সমস্ত রকম –
মানে সমস্ত রকম – ভোরের রাস্তায়
দৌড়োনো খেলোয়াড় থেকে রাত জেগে বেলা
অব্দি ঘুমোনো
কবি অব্দি হয়ে ওঠার গানের দেড়শোরও
বেশি বছরে
প্রধান আবহ-সুর, স্কুলে যাওয়া
বাচ্চাদের কিচিরমিচির
অথবা না যেতে পারা বাচ্চাদের জন্য
ক্ষোভ, বিতর্ক ...
আর সেই স্কুল বন্দ কত মাস!
আমরা অনলাইন ক্লাসে খুঁজছি আশার
নতুন গড়ন
ব্যাঙ্গালোর
৪.১.২১
No comments:
Post a Comment