Sunday, October 24, 2021

প্যাঁক

আমরা সবাই ভালোমানুষ এক থাকতে চাই,
এক থাকতে অন্ন লাগে সেটাই ভুলে যাই।

একের ভিতর ফাটল ধরায় অন্নচোরের দল,
অন্নগর্ভা মানুষ দেখে নির্মম সে দখল।

বলে, হলাম পথের কুটো, ঘুর্ণিতে হই এক  
সেই এককে ভাঙতে বেরোয় অন্নচোরের প্যাঁক।

প্যাঁক বলতে চশমখোর ধর্মগুরুর ঘোঁট,
এক ভাঙে, গুঁড়িয়ে যায় পথের কুটোর জোট।

রক্ত বইলে রাজা পাঠায় সশস্ত্র শান্তি,
অন্নগর্ভা একের মাথায় বাড়াতে ভ্রান্তি।
 
নীতিকথাঃ একের শরিক চেন দেখে পা,
অন্নচোরের দরজায় কি যাচ্ছে দিতে ঘা?          

২৪.১০.২১


No comments:

Post a Comment