Thursday, October 21, 2021

খেলা

তোমাকে তোমার খেলা ঠিক মত খেলে যেতে হবে।
দেখবে নিয়মে জাল, কাদায় জুতোর ভাঙা নাল
খুবলে ধরবে হাঁটু, রেফারির বাঁশি হবে ঝুঠো,
যতক্ষণ খেলা, পুরো মাঠ ধরে রাখতেই হবে।
 
কথাটা পুরোনো, বহু শিক্ষকেরা বলেছেন, শীতে
সন্ধ্যার কুয়াশা ঢাকা মাঠের বেড়ার কাছে ফিরে,
বলেছেন মাঝেমধ্যে চিনে নিবি গিয়ে বড় মাঠ,
এমাঠের খেলা, বোঝ, সেই মত বাড়াবি পেশিতে।

এই মাঠ চিনি না তো, এখনো জানিনা ঠিক, দূরে
গন্ডিগুলো আঁকা কিনা ঠিক; ওরাই এঁকেছে, সব
মুঠোয় ওদের, এই খেলাটাও খেলাচ্ছে ওরাই।
জিতব ওদের ভূল ধরে নয়, নিজেদের সুরে।

গড়ছি উদ্ভিন্ন সুর, মাঠ ভরা ছন্দে এগোবার
ছড়াতে পারব গান, ওদের ফাটলে বেঁধে তার?

২১.১০.২১

 


 

No comments:

Post a Comment