দুখের নদীতে আমরা
যখন
জীবন-নৌকো নামিয়েছি
কত না শক্তি ছিল
দুই হাতে
কত না রক্ত লাল ছিল
মনে হত এই একটু বাইব
নৌকো পৌঁছে যাবে
তীরে
হল না তেমন, প্রতি স্রোতের
ভেতরেই চোরাস্রোত
ছিল
মাঝিরাও ছিল আনাড়ি
কয়েক
যাচাই না হওয়া বৈঠাও
এখন করো বা অনুসন্ধান
যত চাও যার ধরো দোষ
নদীটাও এক, নৌকোও
এক
কী করি বলো তুমিই
তীরে কিভাবে নামি বলো
নিজেদের বুকে আমরা
যখন
দেশের জখম দেখেছিলাম
বেদের লিখনে ছিল
বিশ্বাস
টোটকাও বেশ জানা
ছিল
মনে হত ব্যাস কয়েক
দিনেই
সব বিপত্তি কেটে
যাবে
জখমগুলো সেরে যাবে
হল না তেমন, আমাদের
রোগ
পুরোনো কে জানে ক’শতক
বেদও পেল না তার
থই
টোটকাও সব বৃথা গেল
এখন করো বা অনুসন্ধান
যত চাও যার ধরো দোষ
বুকটাও এক ক্ষতটাও
এক
কী করি বলো তুমিই
কিভাবে সারাই ক্ষত
বলো
৮.৪.২০১০
No comments:
Post a Comment