Sunday, October 10, 2021

ভাঙা পুল

নির্জন ভাঙা পুলের ওপরে দাঁড়িয়ে
অবশ হয়ে উঠছি সন্ধ্যার মায়ায়
গাঁথনির ভাঁজে ভাঁজে সদ্য বর্ষান্ত সবুজ
বাঁকা নদীর স্বর্ণিম নিরুদ্দেশ!
 
কিছুক্ষণ মুখ ডুবিয়ে বৎসল হাওয়ায়
হঠাৎ আমি অস্থির হয়ে উঠলাম
আমার ভালো মেজুনের দুপুর।
ভাঙা পুল মানে একটেরে গ্রামটার মুখে সবেধন
উন্নয়নী ইতিহাস
পঞ্চাশ ফুট নীচের
তিরতিরে স্রোত দেখানো কংক্রীটের কংকাল
আর তার ওপর দিয়ে একের পর এক
লম্বা করে বেছানো লোহার জোড়া পাত
 
ভাঙা পুল মানে ছোট্টো বাচ্চাগুলোর, একে অন্যেকে দাবিয়ে প্রস্তাব
দুটাকা লাগবে স্যার! পার করে দেবো বাইক, বলুন!
আর অবাক হয়ে দেখা তাদের ওস্তাদী, বিপজ্জনক।  

পাটনা, ৩১।৫।২০১২



No comments:

Post a Comment