Tuesday, October 5, 2021

সঁপেছি হৃদয় তোর গলিপথে স্বদেশ - ফয়েজ আহমদ ফয়েজ

সঁপেছি হৃদয় তোর গলিপথে স্বদেশ, যেখানে
শুরু হয়েছে রেওয়াজ, না চলার মাথা তুলে কারো
বেরোয়, ঘোরার ইচ্ছে নিয়ে যদি কেউ
নজর এড়িয়ে, শরীর ও প্রাণ হাতে নিয়ে চলে
 
হৃদপ্রদেশের মুক্তি ও বন্ধন শেখে যুক্তি
ইঁটপাথর কয়েদি আর কুকুর স্বাধীন
 
অত্যাচার পেয়ে যায় অজুহাত হরেকরকম
যে কজন তবু তোর নাম নেওয়া ভাবুক রয়েছে
লোভে পড়ে আজ সাজে ফরিয়াদি; হাকিমও নিজেই
কাকে বা করব উকিল, কোথায় চাইব বিচার
 
তবু যাদের গুজরান করতে হবে দিন, করে
তোর সাথে বিচ্ছেদের সকাল-সন্ধ্যাগুলো এভাবে

বন্দীশালার ঘুলঘুলি নিভলে মন ঠার করে
তারায় তারায় ভরে গিয়ে হবে তোর সিঁথি
শিকল যখন চকচক করে জেনে যাই
ছড়িয়ে পড়েছে তোর মুখমন্ডলে প্রভাত
 
বাঁচার গরজে থাকি সাঁঝসকালের এই কল্পনায়
চারদেয়ালের বন্দীত্বে বাঁচি বস্তুতঃ

অত্যাচার নিত্য এভাবেই রুখে এসেছে জনগণ
না ওদের রেওয়াজ না আমাদের চলন নতুন
এভাবেই ফুটিয়েছি ফুল আগুনে নিয়ত
না জয় আমাদের না পরাজয় ওদের নতুন

তাই তো পরিস্থিতির নালিশ করি না
তোর ভাবনায় মনটাকে খারাপ করি না
আজ রয়েছি বটে বিচ্ছিন্ন কাল মিলিত হব দুজনে
রাতটুকুর এই বিরহ কোনো ব্যাপারই নয়

আজ না হয় ভাগ্য প্রতিদ্বন্দ্বীর আছে তুঙ্গে
চারটে দিনের এই খোদাগিরি কোনো ব্যাপারই নয়

তোর ভরসা রাখার সঙ্কল্পটা কঠোর যাদের
রাত ও দিনের গতির চিকিৎসা তারা জানে

১০.৪.২১



No comments:

Post a Comment