Saturday, February 24, 2024

ভাঙা গলির পাথরগুলোয়

ভাঙা গলির পাথরগুলোয় হোঁচট যে খাই এত,   
ভালোবাসার সুর তুলতে সারাটা দিন ঘুরি।
চায়ের পাঁশটে ঠেকটায় বলেছিলাম, সাগর!
সাগর ফিরিয়েছিল কালো ছায়া তার বেঞ্চির।
 
ক্লিন্ন ক্ষয়ের গ্লানি মুছে বৃষ্টির নির্জনে
পৌঁছতে যে বন্ধুদের ছেড়েছি একদিন,
লড়াইগুলোর ব্যস্ত কাজে তাদের কাউকে পেয়ে
নতুন শপথ দেয় মুঠোয়, বিপন্নতা স্মৃতির।
 
কাছের নদীর গাঢ় বুক স্বপ্নে ভরি রোজ;
অনেক উজাড় ভরে সে, আমার ফুসফুসের
সূর্য-পাতায় মর্মরিত তরঙ্গ তার বেয়ে
শহর ভরা কন্ঠ জাগে উৎসবে নদীর। 

No comments:

Post a Comment