হলনা যাঁদের মনস্কাম
পূর্ণ, তাঁদের করি
প্রণাম।
হল কুন্ঠিত, লক্ষ্যভ্রষ্ট
যাদের মন্ত্রসিদ্ধ
তীর
যুদ্ধশেষের আগেই
রিক্ত-
তূণীর হল যে অগণ
বীর!
– করি প্রণাম!
যারা ছোটো এক নৌকো
বেয়ে
নামলো পেরুতে মহার্ণব,
মনের কথাটি রইলো
মনেই
জলে মিশে হল নিরবয়ব!
– করি প্রণাম!
তুষারশৃঙ্গ জয়ে যে
দল
গেল উৎসাহে বুক ভরে
–
কারোর বা হল হিমসমাধি
কেউ অসফল এলো ফিরে!
– করি প্রণাম!
একা ও নিঃস্ব, অকিঞ্চন
ভূপর্যটনে গেল যারা
প্রতিপদে শত অদৃষ্টের
প্রহারে পঙ্গু হল
যারা!
– করি প্রণাম!
কৃতকার্য না হতে
পেরেও
ফাঁসি গেল যারা নির্দ্বিধায়
পেরিয়েছে এই ক’দিন তবু
বিস্মৃত তারা এ দুনিয়ায়!
– করি প্রণাম!
উগ্র সাধনা; জীবননাট্য
তবু হল দুঃখে অবসান
জন্মের ছিল সিংহলগ্ন
তবু অকালেই হল প্রয়াণ!
– করি প্রণাম!
ব্রতের দৃঢ়তা আর
অদম্য
সাহসে যে ছিল উদাহরণ
তবু লাগাতার বন্দীজীবনে
শেষ হল লক্ষ্যের
যতন!
– করি প্রণাম!
যাঁদের উদ্যম অতুলনীয়
প্রচারে তবুও অস্বীকার
প্রতিকূল পরিস্থিতি
যাদের
ভাঙলো স্বপ্ন সফলতার!
– করি প্রণাম!
২০০৮ – ০৯
No comments:
Post a Comment