Friday, February 16, 2024

চাঁদ-তারার বনানী (স্বাধীনতার আগে, পরে ও আগামী দিনে) - মখদুম মোহিউদ্দিন

মোমের মত জ্বললো শহীদ-আমাদের শরীর,   
রাতভর দ্যুতিময় রইলো উষার দীপ্তিতে স্বদেশ
প্রভায় উজ্জ্বল চাঁদ-তারার বনানী রাতভর
 
তৃষ্ণা ছিল, কিন্তু
তৃষ্ণাতেও তৃপ্ত ছিলাম
তৃষ্ণার্ত চোখের খালি বাটিগুলো নিয়ে
প্রতীক্ষান্ত পুরুষ ও নারীরা
আনন্দ শেষ, মত্ততা শেষ, শেষ প্রাণের উচ্ছলতাও  
রাতের ঝিকিমিকি জ্বলতে থাকা দেহগুলো
সকাল হতে একটা দেয়াল হল দুঃখের
দুর্ভোগের কাঁটায় ভরা জঙ্গল
রাতের ধমনীতে তরঙ্গায়িত শোণিত হল
রক্তের খাল
 
                   কিছু যাজক শতেক ছল ও কপটতার;
                   সাপের হিসহিসানি তাদের নিঃশ্বাসে
                   ঘৃণার কালো ধোঁয়া তাদের বুকে
একটা গোপন জায়গা থেকে
নিজেদের তীক্ষ্ণ জিভ ছুঁড়ে
সকালের আলোর রক্ত শুষে নিল।
 
রাতের তলানিটা আছে, আঁধারও রয়েছে
সকালের একটু উজল, উজলও হয়ে আছে
সাথীরা
হাতে হাত দাও
লক্ষ্যে এগিয়ে চলো
লক্ষ্য প্রেম
লক্ষ্য ফাঁসি
লক্ষ্য প্রেয়সীর গলি
কাঁধে নিজেদের
ক্রুশগুলো তুলে নিয়ে চলো

২৩.৮.৮৮

No comments:

Post a Comment