যেন অগুন্তি ঘাড়েচর্বি
টেকো, যানজটে স্থির,
রাতপথে সোনালি আলোয়
একপ্রস্থ ঘ্যাম গাড়ির অধীর!
মাঝে মধ্যে গামছা
ঝাড়ছে ট্রাক –
মহাকাশ অনির্বচনীয়।
ভারত গিয়েছিল, এবারে পাক।
নিজ পাড়াটিরো গল্প
অঘটন ঘটে গেলে জানি।
যদিও বলতে দেশ,
মানচিত্র কল্প গড়ে
বেশ;
কবি বটি – গুগ্ল কোন ছার!
তবু যদি চাও আরো
কিছু শ্যামল উদ্ভাস
– নক্ষত্র, সাগর, ঘাস –
বলে যাও, তারিফ করবে
এই খাক্সার।
ছন্দে বেয়াদপি? জানি।
মাফ করো বীণাপাণি!
সব নিয়েই যে ভিজছি
–
ঝিলিমিলি ট্রাফিক,
রেডিও মির্চি।
রকমারি চলছে পিশাচসিদ্ধি!
বাগদাদে, আহমেদাবাদে,
মানুষ মরলো, তার
কতগুণ বিষবৃদ্ধি
মগজে, শাসকদের প্রসাদপুলকে,
এই মর্ত্যলোকে,
তার খতিয়ান …
আঙুলে জ্বলছে শেষটান।
বৃষ্টি।
শীতে বৃষ্টি।
২০০৯ -১০
No comments:
Post a Comment