Sunday, February 18, 2024

শীতে বৃষ্টি

যেন অগুন্‌তি ঘাড়েচর্বি টেকো, যানজটে স্থির,
রাতপথে সোনালি আলোয় একপ্রস্থ ঘ্যাম গাড়ির অধীর!
মাঝে মধ্যে গামছা ঝাড়ছে ট্রাক
মহাকাশ অনির্বচনীয়। ভারত গিয়েছিল, এবারে পাক। 

নিজ পাড়াটিরো গল্প অঘটন ঘটে গেলে জানি।
যদিও বলতে দেশ,
মানচিত্র কল্প গড়ে বেশ;
কবি বটি গুগ্‌ল কোন ছার!
তবু যদি চাও আরো কিছু শ্যামল উদ্ভাস
নক্ষত্র, সাগর, ঘাস
বলে যাও, তারিফ করবে এই খাক্‌সার।

ছন্দে বেয়াদপি? জানি।
মাফ করো বীণাপাণি!
সব নিয়েই যে ভিজছি
ঝিলিমিলি ট্রাফিক, রেডিও মির্চি।

রকমারি চলছে পিশাচসিদ্ধি!
বাগদাদে, আহমেদাবাদে,
মানুষ মরলো, তার কতগুণ বিষবৃদ্ধি
মগজে, শাসকদের প্রসাদপুলকে,
এই মর্ত্যলোকে,
তার খতিয়ান
আঙুলে জ্বলছে শেষটান। 

বৃষ্টি।
শীতে বৃষ্টি।

২০০৯ -১০ 

No comments:

Post a Comment