কিছু একটা এক্ষুনি
করা উচিৎ এটুকু
আমরা জানি, কিন্তু
অবশ্যই
এখনো সময় আসেনি করার,
যদিও অবশ্যই
অনেকটা পেরিয়ে গেছে
বেলা
ওহ্ আমরা জানি
আমরা জানি আমরা বস্তুতঃ
ভালোই আছি বেশ
আর জানি এভাবেই আমরা
থাকবো
আর জানি কোনোভাবেই
কিছু যায়-আসে না তেমন
ওহ্ আমরা জানি
আমরা জানি দোষটা
আমাদেরই ঘাড়ে আসবে
আর জানি এটা আমাদের
দোষ নয় যে দোষটা ঘাড়ে আসছে আমাদের
আর জানি আমাদেরই
দোষ যে এটা আমাদের দোষ নয়
আর জানি এ ব্যাপারটা
নিয়ে হাল ছেড়ে দিয়েছি আমরা
ওহ্ আমরা জানি
আর জানি বোধহয় ভালো
ভাবনাটা নিজেদের মুখ বন্ধ রাখার
আর জানি সে’ যা কিছু হোক মুখটা বন্ধ রাখবো না
ওহ্ আমরা জানি ওহ
আমরা জানি
আর আমরা এও জানি
বস্তুতঃ কাউকেই আমরা সাহায্য করতে পারি না
আর জানি কেউ বস্তুতঃ
সাহায্য করতে পারে না আমাদের
আর জানি যে আমরা
অত্যন্ত প্রতিভাশালী ও শাণিত
আর শূন্য ও অসারের
মধ্যে একটা বেছে নেবার জন্য স্বাধীন
আর জানি এ সমস্যাটা
আমাদের খুব মন দিয়ে বিশ্লেষণ করা উচিৎ
আর জানি আমরা চায়ে
দু’চামচ চিনি নিই
ওহ্ আমরা জানি
আমরা উৎপীড়নের বিষয়ে
সবকিছু জানি
আর জানি আমরা অতিমাত্রায়
এর বিরুদ্ধে
আর জানি সিগরেটের
দাম আবার বেড়েছে
ওহ্ আমরা জানি
আমরা খুব ভালো করে
জানি রাষ্ট্র খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছে
আর জানি আমাদের ভবিষ্যদ্বাণীগুলো
লেগে গেছে সাধারণত নির্ভুল
আর জানি ওগুলো কোনো
কাজের নয়
আর জানি এ সবকিছুই
শুধু কথার কথা
ওহ্ আমরা জানি
জানি বিষয়গুলো ভুলে
বেঁচে থাকা ঠিক ভালো নয়
আর জানি আমরা বিষয়গুলো
ভুলেই বেঁচে থাকতে যাচ্ছি সে’ যাই হোক
ওহ্ আমরা জানি ওহ্
আমরা জানি
জানি এসব কিছুতেই
নতুনত্ব নেই কোথাও
আর জানি জীবনটা দারুণ
আর সেটুকুই যা আছে
জীবনে
ওহ্ আমরা এ সমস্তকিছু
নিখুঁতভাবে জানি
আর জানি আমরা এ সমস্তকিছু
নিখুঁতভাবে জানি
ওহ্ আমরা সেটাও
জানি
ওহ্ আমরা এটা জানি
ওহ্ আমরা জানি
২৩.৮.৮৮
No comments:
Post a Comment