Tuesday, February 20, 2024

সাবএডিটর

এতটা বদলে গেল দুনিয়া মানুষ আর তুই …”
কই, কিছুই তো বদলায় নি বলে দৃশ্যত কুঁড়ে,
বড় বড় দুটো স্নিগ্ধ চোখে হেসে বিগতযৌবন
জিগরি দোস্ত সবার, পা-দুটো ছড়াত চেয়ারে,

সেই একই কাগজে, যতদিন বাঁচলো অঞ্জনী।
যে বদল স্বপ্ন ছিল আমাদের সেসব কিছুই
না বদলানোর আগ্নেয় বিষাদে ক্ষইতে ক্ষইতে
সহকর্মীদের প্রিয় সবার মদতগার, স্বাভাবিক। 

পুরোনো বন্ধুরা সব নব্য-সাংবাদিকতার দুধে
জলে ফর্সা চিকনা, ডাকত একগুঁয়ে ঐ বামুনে
অবামুনটাকে। বাড়িতেও শুনত। তবু সে ডেস্কে,
যতটা পারতো সাজাতো বাঁচার লড়াই সাথীদের।

মদ খেত।
         হ্যাঁ ভাই, তিন দশক, সোজা কথা? বলা,
কিছুই বদলায় নি বদলের রংতামাশায়?

৪.১১.২৩

 

No comments:

Post a Comment