রোদ গেছে বহুক্ষণ, তবু উত্তপ্ত রাস্তাটা শ্লথ করে গতি,
কখনো চাগায় কদম – যদিও আজ দেরি হয়নি পৌঁছোতে;
বিষয় যাই হোক না কেন – রবিঠাকুর বা জাতীয়করণ,
সভাঘর ভরা হোক অথবা গোনাগুনতি নিজেদের লোক,
ভালো বলি অথবা খারাপ, রক্তের দাগগুলো তো দেখাবোই –
দেশপ্রেম-চর্ব্বনে ভুলে যাবোনা ভুলতে দেবোওনা কাউকে
আখলাক, পহলু খান, একটিও হত্যা আর বেহদ্দটা – যে,
ফাঁসির সে আসামীরা আমাদের মাথায় বসে হাগছে দিব্যি ।
পাটনা
১৯-৬-১৭
No comments:
Post a Comment