Wednesday, July 6, 2022

বাসা বাঁধার চেষ্টা (ফাল্গুন ২০১০)

বাসা বাঁধার চেষ্টায়
কিছু ঘরে, এ শহরের বিভিন্ন পাড়ায় আমরা থেকেছি।

ঘরগুলো আজ আরো জীর্ণ, তবু আমাদের 
পরের প্রজন্মটিকে জায়গা দিয়ে, রাতে
সস্তার এফএমএ গুলজার।

পথে পথে হোলিকাদহনের 
আগুনেমোষগুলো 
গলার দাউ দাউ শিরা ফুলিয়ে চাটছে
                                         চন্দ্রাসব।

মনে পড়ে, এক ঘরের এক কোনায় অর্থহীন
ছিল একটি বাড়তি থাম। পর্দা দিয়ে ঢেকে
ঘরটাই সংক্ষিপ্ত, এমন বুঝিয়ে রেখেছিলাম।
পিছনে থাকতো সাইকেল।

এই প্রজন্ম
থামটাকে বানিয়ে নিয়েছে ঘরটির
নতুন মাত্রা – ছবির ছয়লাপে নিরুদ্দেশের
                                          রঙীন অর্কেস্ট্রা;
পিছনে আজও রয়েছে সাইকেল।

বাসা বাঁধার চেষ্টার বাসাটি বস্তুতঃ
এক হয় সারা পৃথিবীতে।

সভ্যতার খালপারে,
ছায়া পড়ে – আরো মায়া ধরে,
নোনা ঝরে - রোদে কূল ভরে,
হোঁচট, পতন – মাধ্যাকর্ষণরহিত,
ভূলগুলো – প্রণয়ে উত্তাপ।

বাসা বাঁধার চেষ্টায়
না মচকানোর গুনগুনটাই সব।



No comments:

Post a Comment