সময় যতই আনজান এক হাওয়া
তারও ততই হামলাবাজ চাওয়া ।
বন্ধুরা সব এক এক করে, কে কোথায় ....
সেও যাবে দুই কাঁধ ফাঁসিয়ে বাজের পায়ে।
সাতসকালের আয়না দেখবে ঝড়ের চোখ,
গলিতে রোদজলের গল্পে সোনার নোখ,
চায়ের ঠেকে এক সিগারেট তিন ইয়ার -
দিল্লি, দুবাই, জাঞ্জিবার ...
স্কুলছুটিতে মেয়েদলের
গুনগুন আর সুগন্ধে এক
হারিয়ে যাওয়া রাজকুমার।
এই সময়ের মোকাবিলায়
সময়েরও দ্বিগুণ খুনে, আজনবী,
হতেই হবে -
রোদচশমায়
কাঁধের ছালায়
মরলে সালা মুখের ফেনায় -
আজনবী।
২০.১২.২০০২
No comments:
Post a Comment