শহর নয়, ভালোবাসার
জিরো মাইলের কথা ভাবছি।
আমাদের তো বেশির ভাগ সময়
জিরো মাইলেই কাটে ভালোবাসার।
শহরের তো পরে হয়,
ফুলে ফেঁপে উঠলে নগরায়ণ,
ভালোবাসার অনেক আগেই তৈরি হয়
ভালোবাসার জিরো মাইল।
ওই জিরো মাইলেই যখন
ভালোবাসার হদিশ ছিল না,
রাস্তা বলতে
জলার ধার দিয়ে ঘাসপথ
সুনীলে উধাও,
বৃষ্টির বিকেলে ভিজতে ভিজতে
দুহাত ছড়িয়ে গেয়েছি
‘এসো আলিঙ্গনে’ …
ঈর্ষা করেছি
চাকায় হাওয়া দেওয়ার
বা চা বিস্কুটের
দোকান খুলে পিছনে
থাকার ঘর তোলা বাবাজিকে
মনে হয়েছে সে আমিই
সন্ন্যাসি অথবা চা করছি
অথবা হাওয়া দিচ্ছি চাকায়
যেন এসব কিছুই
দূরের এক
ভালোবাসা গড়তে জরুরি!
রাস্তাটা ঘরে ফেরার
আনন্দের মত করতে জরুরি।
যেন ভালোবাসার তপ্ত নিঃশ্বাস
শূন্য জিরো মাইলে
মে মাসের রোদ্দূর।
এমনকি ভালোবাসায় পৌঁছেও
আবার ফিরেছি এখানে,
খুঁজেছি সেই ভালোবাসা
যেটা ছিলই না তখন।
আর আশ্চর্য, তবুও পেয়েছি!
তা সে পাটনার হোক
বা বেগুসরায়ের জিরো মাইল,
পুর্ণিয়ার বা অন্য শহরের …
১৩.৭.২২
No comments:
Post a Comment