সত্যি তুমি বন্ধু হবে,
দারুনারী?
বিক্ষত নীরবতা?
সত্যিই কি বুঝব গাছের
গুঁড়ি হলে কেন?
হলে যদি মুখের আধেক
পুড়িয়ে নিলে কেন?
যার যতনে ফুটলে
সেই বা কোন হৃদয়?
কোন নদীর জল শুকোলো
কোন জঙ্গল হারিয়ে গেল
আবহাওয়া বিষিয়ে তুলল
লুটেরাদের ধোঁয়া,
কোন জীবন খোয়ালো রক্তে
স্মৃতির মর্মর,
বুঝব? যদি বোঝাও?
বিক্ষত নীরবতা?
তবু গুনব, যদি গোনাও,
লালসার হিংস্রতা!
হাওয়া দিচ্ছে বিকেল …
যদি উড়ত তোমার
চুল; ঘোরাতে মুখ
মেঘের রঙটা দেখতে?
৬.৭.২২
No comments:
Post a Comment