Monday, July 11, 2022

পুল ও নৌকো

পুল হয়েছে বলে কি?
নৌকোর কদর কমে গেছে?
কে যাবে রোজ পুল ধরতে
অতটা ঘুরে সাইকেলে?
পাঁচ নম্বর লেভেল ক্রসিংএর
হেই উঁচু ঢাল পেরিয়ে ঘাট,
সাইকেলসুদ্ধু চেপে যাও নৌকোয়
মটোরলাগানো হলে ভালো
নইলেও ক্ষতি নেই
আধঘন্টায় মা গঙ্গার
ওপারে শহরে।

কত শত নৌকোয় কাজের সকালে
সব নদীর প্রবাহে আড়াআড়ি
গ্রামপাড় থেকে শহরপাড়ে চলছে
এদেশের কত হাজার কাজের মানুষ
দূর থেকে পুলগুলো দেখতে দেখতে …
বা হয়ত বড় ঝিলেরও এপার ওপার ...
মাঝে মধ্যে তেমন হাওয়া দিলে
কয়েকটা মেলছে ছেঁড়া পাল!  

নেমে উঠেই, গান লাইসেন্স সামলে
আধার, আইডি সামলে
সাইকেলে টিফিন ঝুলিয়ে আরো 
পাঁচ মাইল,
কাজে পৌঁছোও ঝটপট। 
আবার সন্ধ্যায় ফেরো সেভাবেই। 
দুনিয়া চলছে!
গণেশ রাম চলবে না?
দুখন চলবে না? 
পুল তো ওই দূর থেকেই দেখছি।
জলের দিক থেকে।
যবে থেকে হয়েছে,
চড়া জাগছে যেখানে সেখানে।
পুলে যা ক্ষতি করেছে নৌকোর,
চড়াগুলো আরো বেশি করছে।
কদর?
এবার মাঝি বলবে হেসে –
নৌকোরটা ভাবতে হবে না,
নদীরটা ভাবুন! 

৯.৭.২২  



No comments:

Post a Comment