Thursday, July 14, 2022

মেজাজ

বাসটা ভরছে। ভরুক, বোসো,
             নাহয় একটা ছাড়বে।
চায়ের রঙে ধরছে মেজাজ,
আসমানটাও খুলবে এবার;
এত অধীর হয়েই বা কী করবে?

বাদলা-চায়ে প্রথম চুমুক 
                   হলই বা রোদ্দুরে!
এটা বিহার, চা এখানেও 
       হয়, ওই তো কিশনগঞ্জে,
                   ডুয়ার্সের অদূরে।

দেড়শো বছর, হচ্ছে।
হাতে-হাজা বাচ্চাটা এনে দিচ্ছে।
শেষচুমুকের চিনিটুক্‌ গুলে খাচ্ছি –
শুকিয়ে বেচলে জমি হত এক কিতে। 

এত আকাশ দেখছ যে বারবার,
সময় মাপছ?
                   আছে তেমন ফিতে?



No comments:

Post a Comment