হারিয়ে যাই? কই? এত কুনো হদিশ বুকে,
আকাশ রাখে নজর আর জল চেনে শুঁকে।
ওদেরও তো বয়স হল কত টানবে চুল
জন্মের সে ভাড়াবাড়ির পাড়াও আজ কুল।
চৌকাঠের পরে দু’পা আরেকটি চৌকাঠে
রাখছি কিনা ঘুরে দেখে বেড়াল ধোপার মাঠে।
কিছু বড় গাছ ছিল আঁধার আমার সাঁঝে
হারিয়ে যেতাম ঘরে ফেরা পাখিগুলোর মাঝে
সেসবও এখন কাঠের দেদার ঠিকেদারি,
দূরত্ব আজ বন্ধুমন, দিলদরিয়ায় পাড়ি।
একবার গিয়েছিলাম চাকার সুরে দূরে
হারাই নি, বাঁধা পড়ে দেশের হৃদয়পুরে।
শব্দ আছে, কাজ আছে, রাত আছে ভারি,
পুরোনো ডাইরিটা খুলে চাঁদিপোকা মারি।
১৬.৭.২২
No comments:
Post a Comment