গাছের ফাঁকে হঠাৎ চোখে
রূপ ছেটাল নদীর বাঁক।
রোদঝিলিক, সবুজকালো;
আর একটু পথ যেতেই
বসত, বাজার, মাইক বাজছে --
স্বাধীনতার স্বপ্নস্মৃতি
উন্নয়নী বিষে ধুঁকেও
রুখবে দেশে বিষের বাড়।
শিকড় ঘিরে জনসভা,
গ্রামশ্রুতির ঐক্য প্রাচীন।
ভাঙতে পাল্টা ডিস্কো ভজন
জোরদখলি মন্দিরের।
তামাশাবাজ বাকিরা সব
এদিক ওদিক চা খাচ্ছে
ঠিকেদার ছাড়ছে বসে
ঘোলা জলে চাঁদির টোপ ...
কোথায় গ্রাম? ধ্বসে গেছে,
ধু ধু এক অপেক্ষাতে,
শিক্ষা নেই, চিকিৎসা আর
রোজগার – কিছুই নেই
শুধু ক’টি গাড়িরাস্তা,
নতুন কিছু দোকানদারি;
সময় তাতেই সস্তা জিন্স,
সাইকেলছুট এক মেয়ের …
চাপানো যায় দোষ, তবু
শিক্ষক দুই আদর্শবান,
পড়ান; গ্রামের ঔপন্যাসিক,
ভাঙা কুঠির ধ্বংসছায়ায়
লিখে ফেলেন প্রণয়গাথা,
কবি লেখেন আশার গান;
জোর একটা হাওয়ায় বিকেল
আভা ছড়ায়, যুদ্ধ চলুক!
১১.৭.২২
No comments:
Post a Comment