Tuesday, August 16, 2022

বেসুর

সব গান কি ভাবছি ধরবে সুরে?
বেসুর যেতেই হবে দুর্ঘটনায়,
মৃত্যুমুখ থেকে যেমন ফেরে
পাড়ের মাটি আঁচড়াব বেসুরে!
 
বেসুরেরও নিয়ম বলবে শাস্ত্র।
তা ছাড়িয়ে, যেমন যায় উচ্ছন্নে
বহু মানুষ, দুখযাপনে, তেম্নি,
বেসুর ধরতে ভাঙব সুরের পাত্র।

তাড়া তো নেই, জেনেশুনেই যাওয়া
জানবে না ত্রাণদলও, কোথায় মরছি।
রক্তে কাদায় চেষ্টা করছি অস্ফুট,
বেসুরটাকেই ফুসফুস ভরে গাওয়ার।

নিভন্ত চোখ দেখছে পাড়ার মোড়
বাঁচা-সুর সব বেসুর করার দৌড়!

১৬.৮.২২
   


No comments:

Post a Comment