Monday, August 29, 2022

চাচাভাতিজা

হঠাত চিৎকার, "চাচা"! অদেখা বছর পঁচিশ-তিরিশের
ভাগ করি কিছুক্ষণ পুরোনো ভাতিজাসঙ্গে, চায়ের দোকানে;
রাতের ফিরতি পথে মোলাকাতে দুকাপ চায়ে হেঁটে বেড়াই
মুম্বাইয়ে, কখনো পাটনায় বেঁচে-থাকা বাঁচিয়ে রাখা যুদ্ধে

হারি-জিতি-ছাড়বনা-পথ-কিম্বা-গত্‌ সংকল্পের হাড়-মুখে
মিষ্টি ধোঁয়া লেগে চশমা ঝাপসা, স্পষ্টতর হাসে বহ্ণিমন;
ওদিকে উড়ালপুল, পাশে হাঁটাপুল, এদিকে সব্জিবাজার
দুজনে সাথেই রাস্তা পেরোই, ভিড়ে হেঁকে বলি বাড়ি আসিস!

সবার ছেঁড়ে না শিকে, যাও ছিল উবে যায় মারির আকালে  
গেল শতকে গ্যালিলিওতে আমার ফুটপাথি ওভারকোট
(গাঢ়বাদামি), ইঁদুরে খেয়েছিল, আজ বুঝি, আছে ওর কাঁধে
রক্ত আছে লাল, মাঠে হোক মঞ্চে হোক নাটকেই সে থাকবে।

ঘরে ওর ঘরণী-সন্তান, কমাস আগে দেখলাম প্রথম,   
ভিডিও কলে; আগামি শো-এ আশা করি যাব, ওরাও আসবে।    

২৯.৮.২২

 


No comments:

Post a Comment