Friday, August 26, 2022

প্রাচীন সুখ

আজ নদীর এই বিজনে মন উতল!
যদিও বৃষ্টি কম, বড় নদীর জল
ফিরতি স্রোতে দিচ্ছে তাকে বন্য রূপ।  
বিস্তীর্ণ নলবনে লুকিয়ে মুখ,
অনেকখানি জায়গা জুড়ে ঝিল হয়ে
শরীর খুলে মেলেছে তার প্রাচীন সুখ!
 
আলিঙ্গনে আকাশকে তার নীলেই চেয়ে
বোঝেনি দুকাঁধ ছড়ান কৃষ্ণ মেঘ
নামবে আগে, উলোঝুলো। নামুক! সে
আকাশ বুকে সোহাগী আজ, নিরুদ্বেগ!
 
শুকনো নদী দেখে দেখে সবাই ভুলি,
মানুষ তারও তীরে, জনপদ গড়ে
পেরিয়েছে পাথর কাংস্য লৌহযুগ,
তারই মাটির ইঁট লাগছে গ্রামে ঘরে।
অপ্রধান সে সভ্যতার নাম না হোক,
নদী সে তো নদীই, আসবে কামের ঝোঁক!

২৫.৮.২২/ ২৫.৮.২৩
  

No comments:

Post a Comment