Friday, August 26, 2022

খাদ

তাকেও, তার হত্যার খবরে প্রথম আমি দেখি।
এবং যা হয়, ভালোবেসে ফেলি প্রত্যয়ী তার মুখ।
আরো কিছু ছবি, আরো কিছু খবর, দুঃসাহসিক
জীবনপ্রসঙ্গ, তার দেশ, তার ভাষা, সে ভাষায়
গান কবে জানি না একসাথে চষতে শুরু করি
কখনো তার কখনো আমার বা অন্য শহরের
রাজপথ, চৌরাস্তা, ফুটপাথি দোকানের আড়াল 
       -      চল্‌ শিগগির, ভরে যাচ্ছে স্টেডিয়াম!
       -      আসছি দুটো আইসক্রিম কিনে নিই!

       -   ধর্‌! হাঁপাচ্ছি এটুকু দৌড়ে! ...
মুঠোয় গুঁজতে এক ভীতিপ্রদ শীতলতা পাই
করতলে, এক দৃষ্টিশূন্যতা তার দুচোখে, ঠোঁট
ঠান্ডা হয়ে আসে আমার ঠোঁটের ছোঁয়ায় থেকেও।
যখন নাকি তারই ছবির মঞ্চে, তার হত্যার
প্রতিবাদে নেমেছে শাসকদের বিরুদ্ধে শহর!  
বুঝি, খাদ থাকছে আমার আশ্লেষে, ভালোবাসায়।

২৪.৮.২২


 

 

No comments:

Post a Comment