মাটির মেয়ে সীতা,
রাজকন্যাই, কিন্তু
চাইত রাজারামে
বন্দী মানুষটাকে।
তবু জীবন দিল
রাজার মনষ্কামে।
শেষে মাটিই তাকে
নিল নিজের তলে।
রাজপুত্র রামও,
বাঁচতে চাইত হয়ে
মানুষ সাধারণ!
এদিকে রাজধর্ম
অন্যদিকে প্রেম –
কষ্ট অনুক্ষণ!
সেই দোটানায় শেষে
চিরকালের শান্তি
সরযু দিল জলে।
সীতার তো ভবিই,
হরণে বা অরণ্যে
নির্য্যাতিত, রিক্ত।
মানুষ রামটি আজও
রাজত্বের ঘুঁটি,
অশান্ত তার চিত্ত।
সীতা আর রাম –
ভালোবাসার কথা,
অতৃপ্ত এক নদী
এবং মাটির ব্যথা।
ব্যাঙ্গালোর
৫.১১.২০
No comments:
Post a Comment